গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান : ইসরায়েল

গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান : ইসরায়েল

শেয়ার করুন

090d7a401a464729be8ac06f920709e7_18বিশ্বসংবাদ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

সোমবার এক বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে ইরানের গোপন কর্মসূচির প্রমাণ তুলে ধরেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ওই গোপন কর্মসূচির চুড়ান্ত প্রমাণ তার হাতে রয়েছে। এ বিষয়ে হাজার হাজার পৃষ্ঠার গোপন দলিল উদ্ধার করেছে ইসরায়েল।

নেতানিয়াহু আরো বলেন, কখনই পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে চায়নি বলে সারাবিশ্বের সঙ্গে মিথ্যাচার করেছে ইরান।

অবরোধ তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে পরমাণু শক্তি কর্মসূচি নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল ইরান। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করার হুমকি দিয়ে আসছেন। এ অবস্থা গ্রহনযোগ্য  নয় জানিয়ে ট্রাম্প আরো বলেন ১২ মের আগেই এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিবেন তিনি।