গুয়ান্তানামো বে থেকে বন্দি স্থানান্তর চান ওবামা, দ্বিমত ট্রাম্পের

গুয়ান্তানামো বে থেকে বন্দি স্থানান্তর চান ওবামা, দ্বিমত ট্রাম্পের

শেয়ার করুন

index
বিশ্বসংবাদ ডেস্ক :

বহুল আলোচিত গুয়ান্তানামো বে কারাগার থেকে আরও বন্দি স্থানান্তর করবে ওবামা প্রশাসন। আগামী ২০ জানুয়ারির আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট জানান, দ্রুতই বন্দি স্থানান্তরের বিষয়টি সম্পন্ন করবে প্রশাসন। কিন্তু এই সিদ্ধান্তে বাধ সেধেছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গুয়ান্তানামো বে কারাগার থেকে আর কোনও বন্দি স্থানান্তরের পক্ষে নন।

টুইট বার্তায় ট্রাম্প জানান, গুয়ান্তানামো থেকে আর কোনও বন্দিকে স্থানান্তর করা উচিত হবে না। কারণ তারা সবাই দুর্ধর্ষ সন্ত্রাসী। বরং ক্ষমতায় গেলে আরও কিছু সন্ত্রাসীর জায়গা হবে ওই কারাগারে।

বিতর্কিত এই কারাগারে এখনো ৫৯ জন বন্দি রয়েছেন। যাদের মধ্যে বাছাই করে অর্ধেকের বেশি বন্দিকে বিচারের জন্য স্থানান্তর করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, সুনির্দিষ্ট অপরাধের উল্লেখ নেই। তাদেরকে মুক্তও করে দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ।