গুয়ান্তানামো বে কারাগার থেকে শেষ আফগান বন্দিকে ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গুয়ান্তানামো বে কারাগার থেকে শেষ আফগান বন্দিকে ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

guanta

আন্তর্জাতিক ডেস্ক।।

শেষ আফগান বন্দি আসাদুল্লাহ হারুনগুল (৪০) কে গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। তাঁর সঙ্গে মুক্তি পাচ্ছেন আরো একজন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, হারুনগুলের ক্ষমার রায় থেকে জানা গেছে যে সে কখনোই কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ছিল না এবং সে যদি কিছু করেও থাকে তবে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত।

হারুনগুলকে ২০০৭ সালে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল। তিনি হারুন আল-আফগানি নামেই সমধিক পরিচিত।

গত বছর থেকেই হারুন আল-আফগানি ভীষণরকম মানসিক অবসাদে ভুগছেন। তাঁর সঙ্গে অন্য যে বন্দিকে অবমুক্ত করা হচ্ছে তাঁর নাম সালাম আল-কাজিমি। তিনি ইয়েমেনের নাগরিক।

সূত্র : এএনআই