গুয়াতেমালায় অগ্ন্যুতপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫, নিখোঁজ ১৯২

গুয়াতেমালায় অগ্ন্যুতপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫, নিখোঁজ ১৯২

শেয়ার করুন

180606020048-01-guatemala-volcano-0605-exlarge-169বিশ্বসংবাদ ডেস্ক :

গুয়াতেমলায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুতপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এখনো নিখোঁজ ১৯২ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়ে নিখোঁজদের একটি তালিকা প্রকাশ করেছে। গুয়াতেমালার জাতীয় ভূকম্পন বিষয়ক ইনস্টিটিউটের প্রধান এডি সানচেজ জানান, আপাতত আগামী কয়েক দিনের মধ্যে আর অগ্ন্যুতপাত হওয়ার সম্ভাবনা নেই।

গত রোববার ফুয়েগো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুতপাতের কারণে বেরিয়ে আসা লাভায় রাজধানী গুয়াতেমালা সিটির কয়েকটি গ্রাম ডুবে যায়। এতে ঘরবাড়িতে আটকে পড়া মানুষ প্রাণ হারান। সোমবার থেকে উদ্ধার অভিযান শুরু হয়। যা আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে গুয়াতেমালা সরকার। তবে মঙ্গলবার আরেকদফা অগ্ন্যুতপাত হওয়ায় উদ্ধারকাজ ব্যহত হয়েছে। এ সময় আগ্নেয়গিরিটি থেকে গরম হাওয়া ও গলিত শিলা উদগিরণ হয়।

এ ঘটনায় প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে তাদেরকে। উদ্ধার করা হয়েছে প্রায় তিন হাজার মানুষকে।