গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোরদের প্রথম ভিডিওবার্তা

গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোরদের প্রথম ভিডিওবার্তা

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডে গুহায় আটকে পড়ার ১৭দিন পর উদ্ধার হওয়া থাই কিশোররা, প্রথমবারের ভিডিওবার্তা প্রকাশ করেছে। এতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে কিশোররা।

ভিডিওবার্তায়, কিশোরদেরকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে বসে থাকে দেখা গেছে। তাদের সবাইকে হাসিমুখে দেখা গেছে। ভিডিওবার্তায় কিশোরদের কেউ কেউ বলেছে, তারা সুস্থ্য আছে, নিরাপদ আছে। কেউ আবার উদ্ধারকাজে যুক্ত থাকা ডুবুরিদের ধন্যবাদ জানিয়েছে।

এছাড়া অন্য কয়েকজন, গুহায় আটকা থাকা অবস্থায় বিভিন্ন প্রান্তের যেসম মানুষ, তাদের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। উদ্ধার হওয়া কিশোরদেরকে ১০ দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হবে। এরপর শারীরিক শক্তি ফিরে পাওয়ার পর, বাড়িতেও অন্তত ৩০ দিন  বিশ্রামে থাকতে হবে তাদের।