গুজরাটে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় মূর্তি

গুজরাটে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় মূর্তি

শেয়ার করুন

cb5bdd2a74a44aec835ea2085d663e42_18বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের গুজরাটে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম  জন্মদিনে স্ট্যাচু অব ইউনিটি নামের এই মূর্তিটি উন্মোচন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২ হাজার ৩৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই মূর্তিটি যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ। পাঁচ বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৩ সালের ৩১ অক্টোবর  এই মূর্তিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি।
statue-unity-8
২৫০ জন প্রকৌশলী এবং ৩ হাজার ৪০০ জন শ্রমিকের ৩৩ মাসের চেষ্টায় মূর্তিটি  তৈরি হয়েছে।  এর নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী রাম ভি সুতার। মূর্তির চার  পাশে থাকা গ্যালারির উচ্চতা সমুদ্র থেকে ১৯৩ মিটার। সেখানে একসঙ্গে ২০০ জন দর্শক থাকতে পারবেন। গ্যালারিতে সর্দারের জীবন-সংগ্রামের ইতিহাস তুলে  ধরতে  থাকছে  সংগ্রহশালা। এই সংগ্রহ শালায় ৪০ হাজার তথ্য এবং ২ হাজার  ছবি থাকবে।