গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিরাপত্তা পরিষদের বৈঠক আহবান

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিরাপত্তা পরিষদের বৈঠক আহবান

শেয়ার করুন

_101571599_f6433e5e-ed74-4c1a-bbe4-0c937799c6b6বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাযজ্ঞের ঘটনার ব্যাপারে  জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বৈঠক আহ্বানের অনুরোধ করেছে কুয়েত। মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের দিন ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হওয়া ফিলিস্তিনির সংখ্যা ৫৫ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আড়াই হাজার ফিলিস্তনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের এক মুখপাত্র জানান, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতার তীব্রতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনায় সর্বোচ্চ সংযম দেখানো উচিত বলে মনে করেন মহাসচিব, যাতে বেসামরিক নাগরিক এবং বিশেষ করে শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা যায়।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। লন্ডনে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, জেরুজালেমকে মুসলমানদের হাতছাড়া হতে দেবে না তুরস্ক।