গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি, ২৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি, ২৮ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন

_101537540_058fe3c7-aa4d-4efe-b768-8981d6da5dc1বিশ্বসংবাদ ডেস্ক :

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের আগে গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। এতে অন্তত ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ৯ শতাধিক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৭৪ জন রয়েছে যাদের বয়স ১৮। এছাড়া ২৩ জন নারী এবং সাংবাদিক রয়েছেন ৮ জন।

গত একমাস ধরে গাজা সীমান্তে গ্রেট মার্চ অব রিটার্ন নামে ভূমি দিবসের আন্দোলন চালিয়ে আসছে ফিলিস্তিনিরা। সোমবার তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া টিয়ারশেলও ছোড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

আজ জেরুজালেমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন দূতাবাস উদ্বোধন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিনিধি হিসেবে ইতোমধ্যে ইসরায়েলে অবস্থান করছেন মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাই জ্যারেড কুশনার।