গর্ভপাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রায় দিলো আইরিশরা

গর্ভপাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রায় দিলো আইরিশরা

শেয়ার করুন

_101767704_mediaitem101767631নিজস্ব প্রতিবেদক :

গর্ভপাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দিয়েছে আয়ারল্যান্ডের জনগণ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার অনুষ্ঠিত গণভোটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ৬৬ দশমিক ৪ শতাংশ আইরিশ ভোট দেন। আর গর্ভপাত বহাল রাখার পক্ষে ভোট পড়েছে ৩৩ দশমিক ৬ শতাংশ।

আয়ারল্যান্ডের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ডাবলিন ক্যাসেলে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে বুথফেরত জরিপেও একইরকম ফলাফলের আভাস দেওয়া হয়েছিল। আয়ারল্যান্ডে গর্ভপাত আইনত নিষিদ্ধ। ১৯৮৩ সালে গণভোটের মাধ্যমে গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটিতে ৮ম সাংবিধানিক সংশোধনী পাস হয়। অষ্টম সাংবিধান সংশোধনী অনুযায়ী, গর্ভস্থ শিশু এবং মায়ের জীবনের সমানাধিকার রয়েছে। দেশটিতে গর্ভপাত করালে ১৪ বছর জেল এবং জরিমানার বিধান রয়েছে।