গণিতবিদকে শ্রদ্ধা জানাতে হিজাব প্রথা ভাঙলো ইরানি সংবাদপত্র

গণিতবিদকে শ্রদ্ধা জানাতে হিজাব প্রথা ভাঙলো ইরানি সংবাদপত্র

শেয়ার করুন

mirza khaniএটিএন টাইমস ডেস্ক:

বেশ কয়েকটি পত্রিকা ইরানের হিজাব প্রথা ভেঙে ইতিহাসের প্রথম নারী হিসেবে গণিতের নোবেল পুরস্কার ফিল্ডস পদক পাওয়া ইরানি গণিতবিদ মরিয়মের ছবি প্রকাশ করেছে। মাত্র ৪০ বছরে ক্যান্সারে মৃত্যু হয় তাঁর।

শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরিয়ম। তাঁর মৃত্যুর খবর রবিবার প্রকাশ করে ইরানের সবগুলো দৈনিক পত্রিকা। ইরানের প্রচলিত রীতি অনুযায়ী, কোনও নারীর ছবি প্রকাশ করা হলে অবশ্যই হিজাব পরিহিত হতে হবে। কিন্তু মরিয়মের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানাতে হিজাব ছাড়াই ছবি প্রকাশ করা হয়েছে।

ইরানের ইতিহাসে এমন ঘটনা বিরল। ২০১৪ সালে ফিল্ডস পদক পাওয়ার পর মরিয়মের ছবিতে হিজাব পরিয়ে প্রকাশ করেছিল ইরানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটি সংবাদপত্র। অন্যরা শুধু তার মুখের একটি স্কেচ প্রকাশ করেছিল।