খাসোগি হত্যা পূর্বপরিকল্পিত, আটক ১৮ জনকে তুরস্কে এনে বিচার: এরদোয়ান

খাসোগি হত্যা পূর্বপরিকল্পিত, আটক ১৮ জনকে তুরস্কে এনে বিচার: এরদোয়ান

শেয়ার করুন

1ed9e36508e54477b1448463910971c7_18বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি আরো জানান, খাসোগিকে হত্যার পরিকল্পনা কয়েক দিন আগেই করা হয়েছিল। এ ঘটনায় আটক ১৮ জনের বিচার তুরস্কেই করার দাবি জানান তুর্কি প্রেসিডেন্ট। তবে হত্যার ঘটনায় পাওয়া অডিও-ভিডিও প্রমাণ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
খাসোগির মৃতদেহের খোঁজ দেয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। এছাড়া স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। তবে পুরো ভাষণে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম নেননি তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, কিলিং স্কোয়াডের একটি দল কয়েকদিন আগে তুরস্কে গিয়ে কনস্যুলেট থেকে ক্যামেরা সরিয়ে নেয়। আর হত্যার ঘটনার দিন পনের সৌদি নাগরিক কনস্যুলেটে প্রবেশ করেন। এ দলটির তিন সদস্য ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের কাছে বেলগ্রাদ এবং ইয়ালোভা বনেও অন্বেষণে গিয়েছিলেন। যেখানে মৃতদেহ অনুসন্ধানে গিয়েছিল তুর্কি পুলিশ।