খাসোগি হত্যায় অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে

খাসোগি হত্যায় অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে

শেয়ার করুন

খাশোগিবিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় ‘হাইড্রোফ্লুরিক’ অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে। হত্যার পর তাঁর মৃতেদহ পুড়িয়ে ফেলতে ও তথ্যপ্রমাণ মুছে ফেলতে ওই রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।

তুরস্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে আল-জাজিরা। তুরস্কের সৌদি কনস্যুলেটের পাশে কনসাল জেনারেল আল-ওতাইবির বাসার একটি কুয়াতেও তুর্কি তদন্তকারীরা ওই রাসায়নিকের সন্ধান পেয়েছেন।

জামাল খাসোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাসোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত খাসোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।