খাসোগি হত্যার প্রমাণ দেখতে চেয়েছে যুক্তরাষ্ট্র

খাসোগি হত্যার প্রমাণ দেখতে চেয়েছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

_103709654_mediaitem103709652বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় কোনো শক্ত প্রমাণ থাকলে যুক্তরাষ্ট্র সেটি দেখতে চেয়েছে। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, যদি আসলেই এ ধরণের কোনো প্রমাণ থাকলে তাহলে তিনি তা দেখতে চান।

একদিন আগেই খাসোগি হত্যার একটি অডিও প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম। আর তাতেই নতুন মোড় নিয়েছে এই ঘটনা। এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খাসোগি হত্যা ও মার্কিন ধর্মযাজক ব্রানসনকে হস্তান্তর ইস্যুতে কথা বলেছেন তারা। তুরস্ককে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময় এসেছে।

এদিকে, সাংবাদিক খাসোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজের দেহরক্ষী মাহের আব্দুল আজিজ মুতরেব অন্যতম সন্দেহভাজন। তুরস্কের দাবি তার নেতৃত্বেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।