খাসোগি হত্যাকাণ্ডকে বড় ভুল বলে স্বীকার করলো সৌদি

খাসোগি হত্যাকাণ্ডকে বড় ভুল বলে স্বীকার করলো সৌদি

শেয়ার করুন

খাশোগিবিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডকে বড় ধরণের ভুল বলে স্বীকার করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবায়ের।

ফক্স নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। তবে এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ সালমানের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।

প্রথম থেকেই তুরস্ক দাবি করে আসছিলো ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর ঢোকার পর হত্যা করা হয় খাসোগিকে।তবে প্রথমে এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে দূতাবাসের ভেতর মারামারির এক পর্যায়ে নিহত হন খাসোগি।

মারামারি বা ধস্তাধস্তিতে মারা গেছেন খাসোগি সৌদি আরবের এই ভাষ্য নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। পরে এটাকে হত্যাকাণ্ড কলে স্বীকার করে বিবৃতি দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী