খাসোগির পরিবারের সঙ্গে সৌদি বাদশাহ ও যুবরাজের সাক্ষাৎ

খাসোগির পরিবারের সঙ্গে সৌদি বাদশাহ ও যুবরাজের সাক্ষাৎ

শেয়ার করুন

5bcf2c9a0f254322a074085bবিশ্বসংবাদ ডেস্ক :

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি প্রাসাদে খাসোগির পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। রিয়াদে ইমামা প্রাসাদে খাসোগির ছেলে সালাহ ও তার ভাই সাহেলের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় বাদশাহ ও যুবরাজ তাদের সান্ত্বনা দেন।
8437fa5c-7113-4215-8af0-dfefd7de5099
এর আগে সোমবার জামাল খাসোগির ছেলেকে ফোন করে কথা বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেদিনও খাসোগির ছেলে সালাহকে সান্ত্বনা দেন তিনি। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে খাসোগির লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়।