খাশোগি হত্যা তদন্তে ইস্তাম্বুলে পৌছেছে জাতিসংঘ তদন্ত দল

খাশোগি হত্যা তদন্তে ইস্তাম্বুলে পৌছেছে জাতিসংঘ তদন্ত দল

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের তদন্তে তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশাধিকার চেয়েছে জাতিসংঘের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল।

সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌছে ৩ সদস্যের আন্তর্জাতিক তদন্ত দলটি। তদন্ত দলের প্রধান ও জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ অ্যাগনেস কাল্লামার্ড বলেছেন, তদন্তের স্বার্থে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ও সৌদি আরবে যেতে চান তারা। এজন্য আবেদন করা হয়েছে। কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে এখনো পর্যন্ত এব্যাপারে কিছু জানানো হয়নি। খাশোগি হত্যায় কারা কারা জড়িত এবং এতে কোনো রাষ্ট্রের ভূমিকা আছে কিনা, তা খতিয়ে দেখবে জাতিসংঘ তদন্ত দলটি।

গত বছরের ২ অক্টোবর সাংবাদিক খাশোগিকে ইস্তাবুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী বলে সিআইএ’র একটি প্রতিবেদনে জানানো হয়। তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করেছে।