খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

শেয়ার করুন

খাশোগি
বিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠা ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবিও রয়েছেন।

মার্কিন ট্রেজারি দফতর জানায়, ওতাইবি ছাড়াও সাউদ আল খাতানি নামে এক কর্মকর্তা এবং অপর এক সিনিয়র সরকারি কর্মকর্তার সহযোগী মাহের মুতরেবসহ ১৬ জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ১৭ জনের জড়িত থাকার কথা বলেছে সৌদি আরব।

সাংবাদিক খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি দূতাবাসে যাওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় নানা বিভ্রান্তিমূলক তথ্য দেয়ার প্রায় ১৫ দিন পর হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা।
বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে। দোষিদের শাস্তি দেয়ার আশ্বাস দেয় সৌদি আরব।