খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সৌদি স্কোয়াডের ছবি প্রকাশ

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সৌদি স্কোয়াডের ছবি প্রকাশ

শেয়ার করুন

665003303001_5981614682001_5981595140001-thবিশ্বসংবাদ ডেস্ক :

আবারও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ সদস্যের সৌদি স্কোয়াডের ছবি প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম।

বুধবার প্রকাশিত খবরে খাশোগিকে হত্যা করতে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে আসা এই দলের প্রত্যেকের ছবি দেখা গেছে। ভিডিও ফুটেজ অনুসারে-এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে সৌদি আততায়ী দলকে তুরস্কে আসতে দেখা গেছে। তারা সৌদি কনস্যুলেট ও কনস্যুলারের আবাসিক ভবনে প্রবেশ করেন। এরপর হত্যাকাণ্ড শেষে তারা তুরস্ক থেকে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন।

শহরজুড়ে ৮০টি এলাকার ১৪৭টি ক্যামেরার সাড়ে তিন হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে ইস্তাম্বুল পুলিশ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা। সৌদি যুবরাজ সালমানের নিরাপত্তা দলের সদস্য আবদুল আজিজ মোহাম্মদ আল হাওসাইকে ভিডিও ফুটেজে দেখা গেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে-এ সময় আরেক সন্দেহভাজন সৌদ আল কাহতানিও ছিলেন। সন্দেহ করা হচ্ছে-সৌদি রাজধানী রিয়াদ থেকে উড়ে আসা ১৫ সদস্যের আততায়ী দলের তত্ত্বাবধান করেছেন তিনি।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পরপরই ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়।