খাশোগির হত্যা: খুনি স্কোয়াডের কার্যক্রম তত্ত্বাবধান করেন যুবরাজ

খাশোগির হত্যা: খুনি স্কোয়াডের কার্যক্রম তত্ত্বাবধান করেন যুবরাজ

শেয়ার করুন

খাশোগি
বিশ্বসংবাদ ডেস্ক :

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের সময় খুনি স্কোয়াডের কার্যক্রম তত্ত্বাবধান করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

হত্যাকাণ্ডের আগে ও পরে নিজের ঘনিষ্ঠ উপদেষ্টা আল কাহতানিকে ১১ দফায় বার্তা পাঠান সৌদি যুবরাজ। কিলিং স্কোয়াডের কার্যক্রম পর্যবেক্ষণকারীর দায়িত্বে ছিলেন কাহতানি। খুনের কয়েক ঘণ্টা আগে ও পরে তাকে ওই বার্তাগুলো পাঠানো হয়। তবে বার্তাগুলোতে কী ছিল তা জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমোদন ছাড়া এ ধরনের একটি হত্যাকাণ্ড চালানোর মতো সাহস বা ক্ষমতা অন্যদের নেই। সিআইএ’র মূল্যায়নে উল্লেখ করা হয়, ২০১৭ সালের আগস্টে নিজের সহযোগীদের খাশোগিকে সৌদি আরবে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন যুবরাজ। আর সেটা যদি একান্ত সম্ভব না হয় তাহলে যেন তাকে অন্য কোনও দেশে যেতে জোরালোভাবে প্রলুব্ধ করা হয়।