ক্ষমতা হস্তান্তরের পর ট্রাম্পকে নিয়ে মুখ খুলবেন ওবামা

ক্ষমতা হস্তান্তরের পর ট্রাম্পকে নিয়ে মুখ খুলবেন ওবামা

শেয়ার করুন

full_1763773813_1470169568

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ক্ষমতা ছাড়ার পর তিনি যদি দেখেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান মূল্যবোধের ওপর হুমকি সৃষ্টি করছেন, তাহলে এ বিষয়ে অবশ্যই কথা বলবেন তিনি।

পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার-অ্যাপেক-এর সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করলেনন ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তার কাছে দেশের মুল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। এর উপর আঘাত আসলে, তা নিয়ে কথা বলতেই হবে।

ওবামা আরো বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি এবং একইসঙ্গে নতুন প্রেসিডেন্ট যাতে তার কাজ ঠিকমতো এগিয়ে নিতে পারেন, সে সহযোগিতাও তাকে দেবেন। দুই মেয়াদে আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বারাক ওবামা।

২০১৭ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পেরুর সফরই তার শেষ বিদেশ সফর।