ক্রিমিয়া সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক রেখেছে ইউক্রেন

ক্রিমিয়া সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক রেখেছে ইউক্রেন

শেয়ার করুন

_90755016_mediaitem90755015
বিশ্বসংবাদ ডেস্ক :

ক্রিমিয়া সীমান্তে ও পূর্বাঞ্চলে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ায় সামরিক আগ্রাসন চালানোর অভিযোগ আনার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়ার উদ্দেশে বলেছে, তারা যে অভিযোগ করেছে, তার স্বপক্ষে তথ্য-প্রমাণ দিতে হবে মস্কোকে। একইসঙ্গে তিনি বলেছেন, সম্প্রতি ক্রিমিয়া সীমান্তের দিকে ৪০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইউক্রেনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গত কয়েক দিনে ইউক্রেনের সীমান্ত এলাকায় কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই সহিংসতার জন্য রাশিয়াকে দায়ি করেছে ইউক্রেন।