ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

শেয়ার করুন

_104363259_362940a2-230f-4d53-8652-e604df3c3bbb
বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে হাজারের বেশি মানুষ।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ওই অঞ্চলের তিন লক্ষের বেশী অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এক সপ্তাহ আগে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানলে শহর সম্পুর্ন ভষ্মিভূত হয়েছে। দাবানলে নিহতদের বেশীরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার বন ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, প্যারাডাইস শহরের পর দাবানল আরেক সৈকত শহর মালিবুরের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। শনিবার তার দাবানল উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে।