ক্যালিফোর্নিয়ায় দাবানল: জরুরী অবস্থা জারি

ক্যালিফোর্নিয়ায় দাবানল: জরুরী অবস্থা জারি

শেয়ার করুন

california-fire

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়,  জরুরী অবস্থা জারি করা হয়েছে।  নিরাপদ জায়গায় সররিয়ে নেয়া হয়েছে ৮২ হাজার বাসিন্দাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানায় : দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে উচ্চ তাপমাত্রা এবং ঝড়ো বাতাসে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। স্যান বার্নার্দিনো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলে প্রায় ৯ হাজার একর এলাকার বনভূমি পুড়ে গেছে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন স্যান বার্নার্দিনোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।  দাবানল ছড়িয়ে পড়েছে জনবসতিতেও। এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ৫শ টি ঘর দাবানলে ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ৭শ জনেরও বেশি দমকলকর্মী। ৫৭টি জলের গাড়ি এবং ১০টি এয়ার ট্যাংকার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।