ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৭

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৭

শেয়ার করুন

_98261173_042309497বিশ্বসংবাদ ডেস্ক :

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৭ তে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ওই এলাকার ১৮০ জনের বেশী বাসিন্দা। মঙ্গলবার দাবানল কবলিত উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সব বাসিন্দাকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

দাবানলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সনোমা, নাপা ও মেনডোসিনো কাউন্টি। এরই মধ্যে ওই এলাকা থেকে ২০ হাজারের বেশী বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এই দাবানল প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্টের পরিচারক কেন পিমলোট।_98260718_042308636বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে এই দাবানল প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে বলে তিনি ধারণা করছেন। প্রায় দু’হাজার বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান এরই মধ্যে আগুন গ্রাস করেছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।

এই আগুন এখন অন্তত ১ লাখ ১৫ হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে। ১৮০ জনের নিখোঁজ হবার কথা বলা হলেও, যোগাযোগ ব্যাবস্থা বিপর্যস্ত হওয়ায় সন্ধান তৎপরতা ব্যাহত হচ্ছে।