কোলকাতার ধসে পড়লো উড়ালসেতু

কোলকাতার ধসে পড়লো উড়ালসেতু

শেয়ার করুন

_103289503_d76c8877-3a6c-47c4-ba31-85e83501b883বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ কোলকাতার মাঝেরহাট এলাকায় বিবেকানন্দ উড়াল সেতু ধসে পড়ে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতের সংখ্যা বাড়তে পাবে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই ধসে পড়ে ৪০ বছরের পুরোনো এই উড়াল সেতুটি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ করে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। ছিটকে পড়ে সেতুর উপরের যানবাহন। দুর্ঘটনার সময় কিছু শ্রমিক ওই সেতুতে কাজ করছিলেন। এছাড়া সেতুর নিচে মেরামত সংস্থার কর্মীদের অস্থায়ী থাকার জায়গা ছিল। উড়ালসেতুটির নিচ দিয়ে চলে গেছে রেললাইন।

এ ঘটনায় খিদিরপুর ও বেহালার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, এখনও পর্যন্ত তাঁর কাছে নিহতের খবর নেই। যারা আটকে ছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে। এর আগে, ২০১৬ সালে এ রকম একটি উড়াল সেতু ভেঙ্গে পড়ে ২৭ জনের প্রাণহানি হয়েছিল।