কে হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?

কে হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

দুই এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম। ডোনাল্ড ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক কোলানি কনওয়ে রোববার ট্রাম্প টাওয়ারে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, এরইমধ্যে চারজনের নাম চূড়ান্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে এগিয়ে আছে দুজন। তারা হলেন, নিউইয়র্কের মেয়র রুডি জুলিয়ানি এবং ইউটাহ এর সাবেক গর্ভণর মিট রমনি। নির্বাচনের আগের তিক্ততা ভুলে সম্প্রতি ডিনার করেছেন ট্রাম্প ও রমনি। এরপরই তার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার গুঞ্জন ওঠে।

অন্যদিকে আগে থেকেই ট্রাম্পের পছন্দের তালিকায় রয়েছেন জুলিয়ানি। অবশ্য রিপাবলিকান সমর্থকরা জুলিয়ানিকেই সেক্রেটারি অব স্টেট দেয়ার পক্ষে। এদিকে, দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং চীনের আর্থিক নীতির সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার কয়েকটি টুইট বার্তায় তিনি এই সমালোচনা করেন। দুদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ নিয়ে অভিযোগ করে চীন। এরই কূটনৈতিক জবাব দিলেন ট্রাম্প।