কেনেডি বিমাবন্দরে গুলি, সবাই নিরাপদে

কেনেডি বিমাবন্দরে গুলি, সবাই নিরাপদে

শেয়ার করুন

jfk-evacuation

বিশ্বসংবাদ ডেস্ক :

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি হয়েছে। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে গুলির শব্দ শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় সকল ফ্লাইট।

তবে গুলি ছোঁড়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার ৩ ঘন্টা পর টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় জন এফ কেনেডি বিমানবন্দরের বহির্গমন পথের কাছ থেকে গোলাগুলির শব্দ শুনতে পায় যাত্রীরা। এ ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে। গুলির খবর পেয়েই আট নম্বর টার্মিনাল থেকে যাত্রীদের সরিয়ে নেয় বিমানবন্দর পুলিশ। ফ্লাইট ওঠানামাও বন্ধ করে দেওয়া হয়।

এদের মধ্যে এয়ার বার্লিন, আলস্কা এয়ারলাইন্স, আমেরিকান ঈগল, আমেরিকান এয়ারলাইন্স, ফিনএয়ারসহ বিভিন্ন বিমানের যাত্রী ছিলেন। বিমানবন্দরের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সাময়িক বন্ধ রয়েছে বিমানবন্দরে আসার রাস্তাগুলোও।