কুর্দিদের অস্ত্র সহায়তা মানবে না তুরস্ক : ট্রাম্পকে এরদোয়ান

কুর্দিদের অস্ত্র সহায়তা মানবে না তুরস্ক : ট্রাম্পকে এরদোয়ান

শেয়ার করুন

rtx363m8-e1494998224182বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ায় লড়াইরত কুর্দিদের মার্কিন অস্ত্র সহায়তা মেনে নেবে না তুরস্ক। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যোপ এরদোয়ান।

দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এরদোয়ান। কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক। তুরস্কের দাবি, কুর্দিরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিরই আরেকটি অংশ। কিন্তু যুক্তরাষ্ট্র কুর্দিদের সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।

সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, কুর্দিদের অস্ত্র সহায়তা দুদেশের সম্পর্ক উন্নয়নে অন্যতম বাধা। তারপরও ঐক্যবদ্ধভাবে আইএস ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প ও এরদোয়ান।