কুইন্সল্যান্ডে দাবানল: ৮ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ

কুইন্সল্যান্ডে দাবানল: ৮ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ

শেয়ার করুন

_104519153_1ccd493b-4500-4d8d-9e6c-f32ba036dd3eবিশ্বসংবাদ ডেস্ক :

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শক্তিশালী দাবানলের কারণে ৮ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের আগুন বিপর্যয়ের মাত্রায় পৌঁছুলে প্রদেশটিতে সবোর্চ্চ ফায়ার ডেঞ্জার ওয়ার্নিং জারি করা হয়। সারা কুইন্সল্যান্ডজুড়ে ১৩০টিরও বেশি জায়গায় দাবানলের আগুন জ্বলছে।

গত সপ্তাহে শুরু হওয়া এই দাবানলের কারণে অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ো বাতাস আর শুকনো গাছপালা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে। গ্রাসমেরি শহরের নিকটবর্তী এলাকা সবচেয়ে ঝুকিঁর মধ্যে রয়েছে বলে জানিয়েছেন কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আন্নাসতাসিয়া পালাসজুক।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, কুইন্সল্যান্ডের মানুষ এর আগে কখনও এমন পরিস্থিতির মধ্যে পড়েননি। নিকটবর্তী শহর রকহ্যাম্পটনে আশ্রয়ের জন্য ভীড় করছেন অনেক মানুষ। দাবানলের কারণে গত সপ্তাহে, প্রতিবেশি  দক্ষিণ ওয়েলস বেশ ক্ষতির মুখে পড়ে। এদিকে, বুধবার দুই ঘন্টার বৃষ্টিতে সিডনিতে বন্যার সৃষ্টি হয়েছে।