কিম জং উনের কড়া সমালোচনায় ট্রাম্প

কিম জং উনের কড়া সমালোচনায় ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উচ্চ প্রযুক্তির রকেট ইঞ্জিন পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খারাপ কাজ করছেন কিম জং।

সোমবার সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার বিষয় নিয়ে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এর আগে রোববার সফলভাবে রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দেয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

নতুন এই রকেট ইঞ্জিন পরীক্ষা চালানোর পর, এক বিবৃতিতে এ ঘটনাকে উত্তর কোরিয়ার রকেট খাতে ‘নতুন জন্ম’ বলে উল্লেখ করেন কিম জং-উন। তিনি জানান, এই ইঞ্জিনের মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বমানের স্যাটেলাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করলো।’ তাদের দেশের কাছ থেকে বিশ্ব নতুন কিছু দেখবে।

ওই রকেট ইঞ্জিন পরীক্ষার সময় চীনে অবস্থান করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার আলোচনায় বড় অংশজুড়েই ছিল উত্তর কোরিয়া।