কিমের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের নিন্দা জানালেন বাইডেন

কিমের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের নিন্দা জানালেন বাইডেন

শেয়ার করুন

 

Joe biden
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ট্রাম্প ও কিমের এই বন্ধুত্বের নিন্দাও জানিয়েছেন তিনি।

ট্রাম্প ২০১৮ ও ২০১৯ সালে বেশ কয়েকবার কিমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার বন্ধুত্ব এই অঞ্চলে শান্তি বজায় রাখতে সহায়তা করেছে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার রাতে বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া ও আমাদের মধ্যে কোনো যুদ্ধে নেই। আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে। তার মতে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে উত্তর কোরিয়ার ব্যাপারে একটি ঝামেলার মধ্যে রেখে গেছেন। প্রেসিডেন্টের দ্বায়িত্ব ছাড়ার আগে ওবামা তাকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন বলেও জানান তিনি।

ট্রাম্পের এই কূটনীতিকে হিটলারের সঙ্গে কাজ করাকে তুলনা করেছেন বাইডেন। তিনি বলেন, হিটলারের সঙ্গেও আমাদের যেমন ভালো সম্পর্ক ছিলো এই ব্যাপারটিও তেমন।

বাইডেন বলেন, কোরীয় উপদ্বীপ যদি পারমাণবিকমুক্ত অঞ্চল না হয় তাহলে তিনি কখনোই কিমের সঙ্গে সাক্ষাৎ করবেন না।