কিউবা উপকূলে আছড়ে পড়েছে হারিকেন ইরমা

কিউবা উপকূলে আছড়ে পড়েছে হারিকেন ইরমা

শেয়ার করুন

_97729398_8dfcd6b1-562c-42e0-8c4d-52c10046e301বিশ্বসংবাদ ডেস্ক :

ক্যারিবিয় দ্বীপপুঞ্জের পর হারিকেন ইরমা আরো শক্তিশালী হয়ে প্রবল বৃষ্টিপাত সহযোগে আছড়ে পড়েছে কিউবা উপকূলে।

কিউবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কামাগুয়ে আর্চিপেলাগো উপকূলে শুক্রবার রাতে আঘাত হানে পাঁচ ক্যাটাগরির হারিকেনটি। গত এক দশকের মধ্যে এরকম শক্তিশালী একটি ঘুর্ণীঝড় আঘাত হানলো কিউবায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, গ্রিনিচ মান সময় শনিবার ভোর তিনটা নাগাদ ঘূর্নীঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ২৫৭ কিলোমিটার।
_97730407_mediaitem97730406
অন্যদিকে ফ্লোরিডার প্রায় ৫৬ লাখ অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ক্যারিবিয় অঞ্চল জুড়ে ইরমার তান্ডবে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে।