কিউবায় মার্কিন দূতাবাসকর্মীদের ওপর সনিক অ্যাটাক, অসুস্থ ২১

কিউবায় মার্কিন দূতাবাসকর্মীদের ওপর সনিক অ্যাটাক, অসুস্থ ২১

শেয়ার করুন

_98076582_mediaitem98076580বিশ্বসংবাদ ডেস্ক :

কিউবার মার্কিন দূতাবাসকর্মীদের ওপর রহস্যজনক হামলা চালানো হয়েছে। দূতাবাসের পাশাপাশি বেশকিছু হোটেলেও এমন হামলার ঘটনা ঘটেছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন কানাডার দুই নাগরিকসহ ২১ জন। ওই ঘটনায় দূতাবাসের অর্ধেকেরও বেশি কর্মীকে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন।

বিবিসি জানায়, প্রাথমিকভাবে ওই হামলাকে সনিক অ্যাটাক বা শব্দ তরঙ্গ ব্যবহার করে হামলা বলে মনে করা হচ্ছে। তবে হামলার ধরনের ব্যাপারে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে এফবিআই, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং কিউবা’র কর্তৃপক্ষ।

উদ্ভূত পরিস্থিতিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দূতাবাসকর্মীদের সপরিবারে কিউবা ত্যাগের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা সফর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সন্দেহজনকনক ওই হামলার শিকার ব্যক্তিরা মস্তিষ্কে সামান্য ক্ষতিসহ কানে না শোনা, মাথা ঘোরা এবং বমি বমি ভাবের মতো সমস্যায় ভুগছেন।