কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ৬ জন নিহত

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ৬ জন নিহত

শেয়ার করুন

ad455fd4fa0f4f07b023ac019cd11377_18

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তের পাকিস্তানি সেনাদের হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রামগড় এলাকার আরনিয়া এবং নওশেরা সেক্টরে  হামলার ঘটনায় নিহত হয় ২ শিশুসহ ৫ জন। এছাড়া হামলায় আহত হয়েছে অন্তত ৮ জন।

ভারতীয় পুলিশ জানায়, পাকিস্তানি সেনারা রামগড়ের বেসামরিক লোকজন এবং নিরাপত্তারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে সকালে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় পাকিস্তানী রেঞ্জার্স বাহিনীর গুলিতে ১৯ বছর বয়সী এক ভারতীয় কিশোরী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি অমান্য করে পাকিস্তান রামগড়ের সাম্বা, নওশেরা এবং রাজৌরি এলাকায় গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। এর জবাবে মঙ্গলবার সকাল থেকে বিএসএফ’ও পাল্টা গুলি চালায়।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ভারত সার্জিকাল স্ট্রাইক চালানোর পর থেকে এখন পর্যন্ত ৬০ বারের বেশি অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।