কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

শেয়ার করুন

_108236499_298af849-fd88-44d2-91a1-5c19c6846996
এটিএন টাইমস ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওপর নতুন বিধি-নিষেধের ব্যপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় জাতিসংঘের মুখপাত্র বলেন এই ধরণের নিয়ন্ত্রণের কারণে কাশ্মিরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হবে। বিবৃতিতে কাশ্মীরে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া, রাজনৈতিক নেতাদের গণ গ্রেপ্তার ও রাজনৈতিক সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরা হয়।

এছাড়া জুলাইয়ের ৮ তারিখে প্রকাশিত কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের এক প্রতিবেদন তুলে ধরেন জাতিসংঘের মুখপাত্র যেখানে বিচার বহিভূত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভরত কাশ্মিরী নেতাদের যথেচ্ছ গ্রেপ্তার, বল প্রয়োগ ও বারবার যোগাযোগ মাধ্যমে বিচ্ছিন্ন করে দেয়ার বিষয়গুলো তুলে ধরা হয়। কাশ্মিরের সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিলের পর রোববার থেকে সেখানকার ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কেন্দ্রীয় সরকার।