কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে এক কিশোরীর মৃত্যু

কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে এক কিশোরীর মৃত্যু

শেয়ার করুন

soldier-generic-afp_650x400_61475224017বিশ্ব সংবাদ ডেস্ক:

জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় পাক-ভারত সীমান্তের কাছে পাকিস্তানী রেঞ্জার্স বাহিনীর গুলিতে ১৯ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন ভারতীয় নাগরিক।

মঙ্গলবার সকালের দিকে এই ঘটনা ঘটে। এরপরই সীমান্তে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত ওই তরুনীর নাম রাভিন্দর কৌর। সাম্বা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, রামগড়ের জের্দা গ্রামে পাকিস্তানী রেঞ্জার্স বাহিনী ভারতীয় বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে গুলিবর্ষণ করছে। এরই অংশ হিসেবে সবশেষ এই প্রাণহানির ঘটনা ঘটলো।

ভারতের সেনাবাহিনী জানায়, পাকিস্তান সীমান্ত থেকে ছোড়া গুলিতে জম্মু-কাশ্মিরের পিন্ডি গ্রামে আরও ৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। যুদ্ধবিরতি অমান্য করে পাকিস্তান রামগড়ের সাম্বা, নওশেরা এবং রাজৌরি এলাকায় গুলিবর্ষণ অব্যাহত রেখেছে।

এর জবাবে মঙ্গলবার সকাল থেকে বিএসএফ’ও পাল্টা গুলি চালায়। একদিন আগেই, ভারতের একটি সীমান্ত চৌকি লক্ষ্য করে পাকিস্তান হামলা চালালে এক সেনাসদস্য নিহত হন।