কাশ্মিরের সেনা দফতরে হামলার নিন্দা জানিয়ে মোদির টুইট

কাশ্মিরের সেনা দফতরে হামলার নিন্দা জানিয়ে মোদির টুইট

শেয়ার করুন

_91287520_3ddce5b2-ac76-4f84-9de6-115e0b89d1b6
বিশ্বসংবাদ ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের সেনা দফতরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তার ৩টি টুইট বার্তায় এই নিন্দা জানান।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মোদি তার প্রথম টুইটার বার্তায় বলেন, উরিতে ভীরুতাপূর্ণ হামলার তীব্র নিন্দা জানান। এসময় মোদি ওই ঘৃণ্য হামলার শাস্তি অবশ্যই হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন।
_91287515_f1ff76a5-e0be-4601-a548-c0e75bb34ad1
অপর এক টুইটে মোদি উরিতে আত্মাহুতি দেওয়া সবাইকে শ্রদ্ধা জানান। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান। তৃতীয় টুইটে মোদি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে কথা বলেছেন।

এর আগে রোববার ভোর সাড়ে ৫ টার দিকে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত প্রাণ হারান।