কারবালায় ইরানি কনস্যুলেটে হামলা, তিন বিক্ষোভকারী নিহত

কারবালায় ইরানি কনস্যুলেটে হামলা, তিন বিক্ষোভকারী নিহত

শেয়ার করুন

_109519115_899e5c22-553b-4d40-9cac-7c35a008e08e
বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের শিয়া মুসলমানদের পবিত্র শহর কারবালায় ইরানের কনস্যুলেটে হামলার ঘটনায় অন্তত তিন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ও ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, বিক্ষোভকারীদের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। রোববার রাতে কারবালায় ইরানি কনস্যুলেটে  হামলা চালায় হাজার হাজার বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীরা ভবনের চারপাশে আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি, সেখানে থাকা ইরানি পতাকা নামিয়ে ইরাকি পতাকা উড়িয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে  পুলিশ ও অন্যান্য কয়েকটি বাহিনীর সদস্যরা। রোববার দু’পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ চলার পর, পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরা অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। গত কয়েকদিন ধরেই রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।