কারচুপির অভিযোগ এনে পাকিস্তানে পুনরায় নির্বাচন দাবি

কারচুপির অভিযোগ এনে পাকিস্তানে পুনরায় নির্বাচন দাবি

শেয়ার করুন

001054e6-800বিশ্বসংবাদ ডেস্ক :

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখান করেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজসহ অন্যান্য দলগুলো।

সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের পর, তারা পুনরায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন। তাদের নেতৃত্বে ছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের শাহবাজ শরীফ এবং মুত্তাহিদা মজলিস ই আমলের প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রেহমান।

শুক্রবার ইসলামাবাদে মুত্তাহিদা মজলিস ই আমলের নেতা মিয়া আসলামের বাসায় করা ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ জুলাইয়ের নির্বাচনকে প্রত্যাখান করেছে সবপক্ষ। এই কারচুপির নির্বাচন আদতে জনগণের রায় নয়। জোর করে সরকার গঠণ করতে চাইলেও, অন্যান্য দলের নির্বাচিত প্রার্থীরা কেউ শপথ নেবেন না। পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভের সিদ্ধান্ত দুই/একদিনের মধ্যেই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।