কাবুলে সামরিক হাসপাতালে হামলায় ৩০ জন নিহত

কাবুলে সামরিক হাসপাতালে হামলায় ৩০ জন নিহত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।  হামলায় আরও ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।

বুধবার রাতে সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছন দিকে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু হয়। অপর তিন হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হাসপাতাল ভবনে প্রবেশ করে বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

চিকিৎসকের পোশাক পরা ওই বন্দুকধারীরা হাসপাতাল ভবনের ওপর তলায় অবস্থান নিয়ে ঘটানাস্থলে উপস্থিত হওয়া স্পেশাল ফোর্সের সঙ্গে বন্দুক লড়াইয়ে লিপ্ত হয় বলে জানান তিনি। কয়েকঘন্টা লড়াইয়ের পর ৪ হামলাকারী নিহত হয়েছে।

হামলার শুরুর ৬ ঘন্টারও বেশি সময় পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি বলেন, সব হামলাকারী নিহত হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবান গোষ্ঠী।