কাবুলে সরকারী ভবনে বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত

কাবুলে সরকারী ভবনে বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত

শেয়ার করুন

_104941911_19353d53-da57-4cce-a41f-33909ac7fb8aবিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক সরকারী ভবনে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কমকর্তাসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

ভবনটিতে গণর্পূত মন্ত্রণালয়ের দপ্তর ছাড়াও আরো কয়েকটি সরকারী দপ্তর রয়েছে। সোমবার বন্দুক হামলার সময়ে ভবনের প্রতিটি ফ্লোরে হামলা চালায় বন্দুকধারীরা। এই সময়ে ভবনটির ভেতরে আটকা পড়েন প্রায় সাড়ে তিনশ মানুষ। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩ বন্দুকধারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন হামলায় আহত হয়েছেন আরো ১০ জন। চলতি বছরে এটিই আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।