কাবুলে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭

কাবুলে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭

শেয়ার করুন

_92576992_86e61d8a-b704-4522-ab5b-3b424c32b6d3বিশ্ব সংবাদ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে কমপক্ষে ২৭ জন। আহত হয়েছে আরও ৩৫ জন।

কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি আল জাজিরাকে জানিয়েছেন, বাকির উল উলুম নামের ওই মসজিদে সোমবার দুপুরে একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার পরপরই বেশ কয়েকটি পুলিশের গাড়ি, ঘটনাস্থলে ছুটে যায়।

_92576996_ccefa9c5-d9f3-4d7a-b0d3-c696f867aabbপরে হামলাস্থল থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

আফগানিস্তানের জনগোষ্ঠীর প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। মাঝেমধ্যেই তারা জাতিগত সহিংসতার স্বীকার হয়। এর আগে জুলাই মাসে কাবুলে শিয়াদের বিক্ষোভ সমাবেশে চালানো বোমা হামলায় মারা যায় ৮০ জন। ওই হামলার দায় স্বীকার করেছিল আই্‌এস জঙ্গিগোষ্ঠী।