কানাডায় প্রচন্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে

কানাডায় প্রচন্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে

শেয়ার করুন

5বিশ্বসংবাদ ডেস্ক :

কানাডার পূর্বাঞ্চলীয় রাজ্য কুইবেকে প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। কুইবেকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মন্ট্রিলেও ৩৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের বেশিরভাগের বয়স ৬০ এর বেশি। তারা সবাই শ্বাস-প্রশ্বাস জনিত কারণে মারা গেছেন।

গত সপ্তাহে কুইবেক ও মন্ট্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮১ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ৫৫ ডিগ্রি ফারেনহাইট। তবে গত দুদিনে তাপমাত্রা স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কানাডার পূর্বাঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও কেবলমাত্র কুইবেকে তাপমাত্রা বৃদ্ধির কারণে মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে। এর আগে, ২০১০ সালে মন্ট্রিলে প্রচণ্ড তাপদাহে অন্তত ১শ’ জনের প্রাণহানি হয়েছিল।