কানাডার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ স্থগিত সৌদির, রাষ্ট্রদূত বহিষ্কার

কানাডার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ স্থগিত সৌদির, রাষ্ট্রদূত বহিষ্কার

শেয়ার করুন

_102840607_gettyimages-140939290বিশ্বসংবাদ ডেস্ক :

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে কানাডার সঙ্গে সব ধরনের নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা স্থগিত করেছে সৌদি আরব। একই সঙ্গে সৌদি আরবে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডার নিযুক্ত সৌদি দূতদের দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

সৌদি আরবে বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে আটকের ঘটনায় প্রতিবাদ করায় কানাডার বিরুদ্ধে এই পদক্ষেপ নিল সৌদি আরব।

আটক হওয়া এসব অধিকারকর্মীদের মধ্যে রয়েছেন সৌদি-আমেরিকান নারী অধিকারকর্মী সামার বাদাউয়ি। কানাডার নাগরিকত্বও রয়েছে তার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেয়া সংস্কার পরিকল্পনার সঙ্গে তৈরি হওয়া ইতিবাচক চরিত্রের বিপরীতে তাকে গ্রেফতার করা হয়। এরপরই কূটনীতিক বহিষ্কারের কথা জানায় সৌদি আরব। কানাডার দূতকে বহিষ্কার করে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

সৌদি আরবের এই ঘোষণার পর কানাডিয়ান ডলারের মূল্য স্যৌদি আরবে দশমিক ২ শতাংশ কমে গেছে। ২০১৭ সালে সৌদি আরব ও কানাডার সঙ্গে ৩২৩ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল।