কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের পথে স্পেন

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের পথে স্পেন

শেয়ার করুন

_98280869_spakingfelipeafp12octবিশ্বসংবাদ ডেস্ক :

স্বাধীনতা ইস্যুতে কাতালোনিয়ার গণভোটের প্রেক্ষিতে অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের পথে হাঁটছে স্পেন। এরইমধ্যে সেখানে কেন্দ্রের সরাসরি শাসন চালুর প্রথম পদক্ষেপ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

স্পেনের সংবিধান অনুযায়ী, স্বাধীনতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করতে পারবে। বুধবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে মারিয়ানো রাজয় বলেন, ‘সংবিধান অনুযায়ী স্পেন সরকার উদ্যোগ নেয়ার আগে কাতালান সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

নাগরিকদের কাছে সবকিছু পরিষ্কার করা এবং এ ক্ষেত্রে যে নিরাপত্তা প্রয়োজন তা বিধানে সরকার উদ্যোগ নিয়েছে। রাজয় আরও বলেন, যত দ্রুত সম্ভব কাতালোনিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।

এদিকে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুইজমেন্ট  বলেন, কাতালোনিয়ার জনগণ স্পেনের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্যেই ভোট দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ মাদ্রিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে আগ্রহী।