কাতারে মানবিক সহায়তায় তুরস্কের ২০০ কার্গো বিমান

কাতারে মানবিক সহায়তায় তুরস্কের ২০০ কার্গো বিমান

শেয়ার করুন

71bf9809ae9b4025bba38c21ffeb2419_9বিশ্বসংবাদ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে কাতারে অন্তত ২০০টি কার্গো বিমান পাঠিয়েছে তুরস্ক। বুধবার দেশটির অর্থমন্ত্রী নিহাত জেইবেকসি এ তথ্য জানান। ।

সৌদি নেতৃত্বাধীন জোট কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মানবিক বিপর্যয়ে পড়ে দেশটি। তাদের সহায়তায় ১৯৭টি কার্গো বিমান, ১৬টি ট্রাক ও একটি জাহাজে করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠায় তুরস্ক।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় কাতারের অর্থমন্ত্রী আহমেদ বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন নিহাত জেইবেকসি । বৈঠক শেষে তিনি বলেন, অবরোধ সত্ত্বেও সমুদ্র ও স্থলপথে নির্বিঘ্নে কাতারের বাণিজ্যিক আদানপ্রদান চলছে। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সৌদি জোট। কিন্তু শর্ত মানতে অপারগতা প্রকাশ করে কাতার ।