কাতারের ওপর থেকে অবরোধ শিথিলের আহবান যুক্তরাষ্ট্র ও জার্মানির

কাতারের ওপর থেকে অবরোধ শিথিলের আহবান যুক্তরাষ্ট্র ও জার্মানির

শেয়ার করুন

29cd3482da4d4b089659bc580a1dac88_18বিশ্বসংবাদ ডেস্ক :

কাতারের ওপর থেকে অবরোধ শিথিল করতে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

জঙ্গি তৎপরতায় অর্থায়ন সীমিত করার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কাতারের আমিরের প্রশংসা করেন তিনি। তবে এ জন্য কাতারের আমিরকে আরও কাজ করতে হবে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের ওপর অবরোধের কারণে আইএসবিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে, কাতারের ওপর থেকে স্থল, নৌ এবং আকাশপথে সব ধরণের অবরোধ তুলে নেয়ার আহবান জানিয়েছে জার্মানি। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া।

পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা জানায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটি বলেছে : কারো চাপে তাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনা হবে না।