কলম্বিয়ায় বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত

কলম্বিয়ায় বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত

শেয়ার করুন

_91389227_thisonesigningবিশ্ব সংবাদ ডেস্ক:

কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যদিয়ে কলম্বিয়ায় ৫২ বছর ধরে চলে আসা গৃহযুদ্ধের আনুষ্ঠানিক অবসান হলো।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং বিদ্রোহী নেতা তিমোলিয়ন জিমেনেজ বুলেটের তৈরি কলম দিয়ে ওই ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। দেশটির উপকূলীয় শহর কার্টেজিনায় সোমবার ওই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান প্রেসিডেন্ট সান্তোস বলেন, দেশ গড়ার জন্য আমরা যেকোনও লক্ষ্য অর্জন করতে পারি। এটি তার উদাহরণ। বিদ্রোহী নেতা তিমোলিয়ন এই চুক্তিকে বিশ্ব শান্তির প্রতীক বলে ঘোষণা করেন। শান্তিচুক্তিকে আইনে পরিণত করতে আগামী ২ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হবে। ১৯৬৪ সাল থেকে ফার্ক বিদ্রোহীরা কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। এতে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।