করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে সাবেক এমপিসহ ৭৮ বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে সাবেক এমপিসহ ৭৮ বাংলাদেশির মৃত্যু

শেয়ার করুন

Corona usa

 

প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৪ মার্চ থেকে নিউইয়র্কে কমপক্ষে ৭৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল । করোনা আক্রান্ত হয়ে শনিবার (৪ এপ্রিল) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম (৭৭)  নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে মারা গেছেন। বেশ কিছুদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা।

হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে মারা গেছেন তাহমিনা ইসলাম খান তমা (৩০)। জামালপুরের ইসলামপুর উপজেলা সদরের বাসিন্দা তাহমিনা ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিবাসী ভিসায় নিউইয়র্কে এসেছিলেন।

এদিকে ৫ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনে কামাল আহমেদ (৬৬), রাফায়েল (৪৫), বাবুল (৬০), আতাউর রহমান (৫৬) নামে আরও ৩ বাংলাদেশির মৃত্যুর সংবাদ দিয়েছেন স্বজনেরা।