করোনার সংক্রমণ রোধে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

করোনার সংক্রমণ রোধে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

শেয়ার করুন

Delhi covid carfew
করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, আজ থেকেই রাত্রিকালীন এই কারফিউ জারি করা হচ্ছে। দিল্লি সরকারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাতের কারফিউ চলাকালে যারা টিকা দিতে যাবেন এবং প্রয়োজনীয় পরিষেবার জন্য চলাচল করবে তাদের ই-পাসের মাধ্যমে অনুমতি দেওয়া হবে।